শনিবার, আগস্ট ৩০, ২০২৫
No menu items!
বাড়িক্যাম্পাসভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মৌসুমী লড়ছেন ছাত্রদল প্যানেলে

ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মৌসুমী লড়ছেন ছাত্রদল প্যানেলে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা কাজী মৌসুমী আফরোজ আসন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে লড়ছেন।

মৌসুমী (২০২০-২১) সেশনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের (৫০তম আবর্তনের ) বি ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও ক্যাম্পাসে সক্রিয় ছিলেন।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কাজী মৌসুমী আফরোজ বলেছেন, আমি সবসময় বিশ্বাস করি শিক্ষাঙ্গনে মেয়েদের জন্য একটি নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ক্যাম্পাসে সমান সুযোগ তৈরিতে কাজ করবো।

তিনি আরও বলেন, শুধু একাডেমিক উৎকর্ষ নয় বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার কথা ভাবছেন তিনি। এছাড়িা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করাই আমার লক্ষ্য।

জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। ছাত্রদলের নেতারা বলছেন, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে যুক্ত হওয়া ছাত্রসমাজের জন্য ইতিবাচক দিক।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ