টাঙ্গাইলের মধুপুর উপজেলায় প্রথমবারের মতো ঔষধি গুণসম্পন্ন চা রোজেলা (Roselle Tea) চাষ শুরু হয়েছে। এ অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই রোজেলা চাষ, যা ইতোমধ্যে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
বাণিজ্যিকভাবে রোজেলা চাষ করছেন মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা ও স্বনামধন্য স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক জনাব মোঃ ছানোয়ার হোসেন। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে তিনি পরীক্ষামূলকভাবে রোজেলা চাষ শুরু করেন এবং সফল ফলন পাওয়ায় বর্তমানে তা বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন।
তিনি জানান, রোজেলা একটি বহুমুখী ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। এই চা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস ব্যবস্থাপনা, হজম শক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এছাড়া এতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী।
স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, মধুপুরের মাটি ও জলবায়ু রোজেলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক পরিচর্যা ও বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে এটি একটি লাভজনক অর্থকরী ফসল হিসেবে গড়ে উঠতে পারে।
রোজেলা চাষের এই উদ্যোগ মধুপুর অঞ্চলে নতুন কৃষি বিপ্লবের সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়বে, অন্যদিকে স্বাস্থ্যসম্মত দেশীয় পণ্যের উৎপাদনও বৃদ্ধি পাবে।
