বরেন্দ্র এলাকা নওগাঁয় আম চাষীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। জেলা কৃষি অফিস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আম পাড়ার দিনপঞ্জি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ে চাষী ও ব্যসায়ীরা গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন। (সোমবার, ১২ মে) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা শেষে ক্যালেন্ডার প্রকাশ করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। আগামী ২২ মে থেকে শুরু হবে চলতি মৌসুমের রসালো পাকা আম সংগ্রহ। শুরুতে তোলা হবে আঠি বা স্থানীয় জাতের আম। ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন থেকে ক্ষিরসাপাত, ৫ জুন থেকে হিমসাগর ও নাক ফজলি, ১০ জুন থেকে হাড়িভাঙ্গা, ১৮ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে ব্যানানা ম্যাঙ্গো এবং ১০ জুলাই থেকে বারি ৪, গৌড়মতি, আর্শ্বিনা ও অন্যান্য জাতের আম সংগ্রহ করা হবে। তবে নির্ধারিত তারিখের আগেই যদি আম পাকতে শুরু করে, তাহলে স্থানীয় কৃষি অফিসের প্রত্যয়নের মাধ্যমে সংগ্রহের অনুমতি মিলবে।
সভায় জানানো হয়, চলতি মৌসুমে জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আম উৎপাদন হচ্ছে। লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার টন। এর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে আম্রপালি জাতের আম। এ বছর জেলায় প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘নওগাঁ এখন দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা’ তিনি বলেন, ‘বছরজুড়েই এখানে আম উৎপাদন হয়। তবে বৈশাখ-জ্যৈষ্ঠের আম বিদেশেও রপ্তানি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আম উৎপাদনের পাশাপাশি বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে আম উৎসব আয়োজন, উৎপাদকদের উন্নত প্রশিক্ষণ ও চাষিদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’
পাকা আম সংগ্রহ ও বাজারজাতকরণে নজরদারি বাড়ানো হবে বলে জানান কর্মকর্তারা। সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদসহ অন্যরা।