কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ অক্টোবর দুপুরে মাওনা চৌরাস্তা কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসায় বেগম আয়েশা অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার ১২০টি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক উপস্থিত ছিলেন। বিভিন্ন আলোচনার মাধ্যমে গত ২৮ অক্টোবর জুড়ি বোর্ডের প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম দুই বছর মেয়াদি নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।এতে আবুল হোসেন প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল হোসেন প্রধানকে সভাপতি এবং দেওয়ান আলী মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক এসএম ফরহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।একান্ত সাক্ষাৎকারে নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন,ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে এক সাথে নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেন। নব গঠিত কমিটির সভাপতি আবুল হোসেন বলেন,শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য।আমি আগামীদিন সকলকে সাথে নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য সকালের সার্বিক সহযোগিতা কামনা করছি।