আমি চেগুয়েভারা,ক্ষুদিরাম, সুর্যসেন কে চিনি না
চিনি না নেলসন ম্যান্ডেলা,মহাত্মা গান্ধী, আব্রাহাম লিংকন।
আমি শুধু জানি একটি নাম,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সহস্র কোটি সিংহের চেয়েও জোড়ালো ছিল তোমার বজ্রধ্বনি,
আকাশে বাতাসে আজো ভাসে তোমার নামের জয়ধ্বনি।
বাংলার আকাশে আজ আর শকুনিরা উড়ে না।
বাতাসে নেই আততায়ীর ঘ্রাণ।
স্বাধীন বাংলার জনক তুমি,
তুমি শেখ মুজিবুর রহমান।
রাজপথ আজ বড়ো অনাবিল,
তার বুকে চলে রোজ তোমার নামের মিছিল।
মুক্ত স্বাধীন বাংলার বুকে লাল সবুজের পতাকা,
সগৌরবে মাথা উচু করে দাঁড়িয়ে।
জাতীয় সংগীত গেয়ে যায় বাঙ্গালী,
শ্রদ্ধার তানপুরা বাজিয়ে।
তুমিহীন স্নায়ুবিক কষ্টটা নীল প্রজাপতি হয়ে,
ফুলের পরাগ মাখে গায়।
আজো কাঁদে শোকার্ত চেতনা
সময়ের ব্যারিকেডে তোমায় বাঁধিতে না পারার ব্যথায়।