সিলেটের বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকেই। নিজ উদ্যোগ্যে, সরকারি-বেসরকারি সংগঠন, গায়ক, অভিনেতাসহ আরও অনেকে। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে গাজীপুর জেলার কালিয়াকৈর বাসি ও সেবামূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালিয়াকৈর গ্রুপ।
সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি গ্রামে বন্যার্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও পানি সরবরাহ করেছে তারা। খাবারের মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, চাল, ডাল, আলু, নাপা ট্যাবলেট ও খাবার পানি।
জানা যায় সিলেট ও সুনামগঞ্জের বন্যার্ত ৪৫০টি পরিবারের খাবার যোগান দেয়া হয়েছে।
আয়োজকরা জানান, সুনামগঞ্জের দুর্গম কয়েকটি গ্রামে ত্রাণ পৌঁছে দিয়েছি আমরা। পানির তীব্র স্রোতও আমাদের আটকাতে পারেনি। কিছু কিছু মানুষের ঘরের অবস্থা দেখে চোখ ভিজে এসেছে। দোয়ারা বাজার এলাকায় খুব খারাপ অবস্থা। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে। রাস্তায়, আশ্রয় কেন্দ্রে আছে। অনেকে পানির মধ্যেও বাড়িতে আছে।
স্বদেশ সমাচার/এসএ