গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ঢাকা টু ময়মনসিংহ রেললাইনের জামালপুরগামী মহুয়াকমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টায় ট্রেনটি লাইনচ্যুত হয়।
শ্রীপুরের কাওরাইদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেনটি কাওরাইদ স্টেশনে ক্রসিং করতে কাওরাইদ ২ নম্বর লাইনে দাঁড়ালে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এখন ট্রেন চলাচলের জন্য ১ নং লাইন চালু করা হয়েছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্টেশন মাস্টার জানান,মহুয়া কমিউটার এক্সপ্রেসটি সকাল সোয়া ১১ টায় শ্রীপুর থেকে ছেড়ে যায়।