পরিবেশবান্ধব ও টেকসই দেশ এবং পৃথিবীর লক্ষ্যকে সামনে রেখে নতুন ও ভিন্নধর্মী আইডিয়া-প্রকল্পে অর্থায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে গ্রিনটেক ফাউন্ডেশন। তবে এই অর্থ পেতে হলে অংশ নিতে হবে প্রতিযোগিতায়। আর এই প্রতিযোগিতারই উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলো আজ।
রোববার সকাল ১১:৩০ মিনিটে এক ভার্চুয়াল সভায় এই প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। পরিবেশ বান্ধব এবং এতে অন্তর্ভুক্ত সকল ব্যবসার ধারণাভিত্তিক রিয়েলিটি শো এর উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ। প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের জেনারেল ম্যানেজার খন্দকার মোর্শেদ. গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইবিএম প্রফেসর ড. শাহ মোঃ আহসান হাবিব।