রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন এক নার্স নেতা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও স্বাধীনতা নার্সেস পরিষদের নেতা মো. ইকবাল হোসেন সবুজ সুত্রাপুর থানায় এ সাধারণ ডায়েরি করেন।
থানাসুত্রে জানা যায়, সুত্রাপুর থানায় জিডি নং- ৮৫৩। তারিখ-২৪/৪/২১। সাধারণ ডায়েরিতে তিনি বলেন, ‘২৩ এপ্রিল রাত ১১ টা ৫৮ মিনিটে ০১৮১৯৪০২৩৫৮ নাম্বার থেকে আমার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭১২২৭৫৫১১ ফোন করে, আমি ডাক্তার উত্তম কুমার বড়ুয়া; সাবেক পরিচালক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল- পরিচয় দিয়ে তার হাসপাতালের কিছু সংখ্যক স্টাফকে বদলি করানো সংক্রান্তে আমার বাবা-মা কে উল্লেখ করে বিভিন্ন প্রকার গালমন্দসহ বিভিন্ন প্রকার ভয় ভীতি হুমকি প্রদান করে।