বুধবার, জুলাই ২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকালে অনুষ্ঠিত এই জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই জামাত শেষ হয় সকাল ৭টা ৪৩ মিনিটে। ধর্মীয় শ্রদ্ধা আর উৎসবের আবহে হাজারো মুসল্লি একত্রিত হন এই প্রধান জামাতে।

এবার ঈদের প্রধান জামাতে ইমামতি করেন দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, হাদিস বিশারদ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে তিনি খুতবা পাঠ করেন এবং দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
জামাতে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং সাধারণ মানুষ। ঈদের আনন্দ ভাগ করে নিতে মুসল্লিরা ভোর থেকেই ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ঈদের এই বৃহৎ জামাতের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থার জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেন। নারী মুসল্লিদের জন্য ছিল পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা। শিশুরাও বাবা-মায়ের সঙ্গে অংশ নেয় ঈদের এই আনন্দঘন জামাতে।
নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল পুলিশের পাশাপাশি র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি। নির্বিঘ্নে ঈদের নামাজ আদায়ে প্রশাসনের এই ভূমিকা প্রশংসিত হয়েছে উপস্থিত মুসল্লিদের কাছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ